90 বার পঠিত
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক আইনজীবীর ব্যক্তিগত অফিসসহ আরো দুটি দোকানঘর পুড়ে গেছে।
শনিবার (৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের ভাওরকোট গ্রামে ডা.লোকমান মিঞার বাড়িতে এ ঘটনা ঘটে।
এতে প্রায় ২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী। খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান,শনিবার রাত সাড়ে ৯টার দিকে ৭০/৮০ জনের মুখোশধারী একদল দুর্বৃত্ত, দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অ্যাডভোকেট আবুল কালাম আজাদের ব্যক্তিগত অফিসের সামনে এসে জড়ো হয়, কিছুক্ষনের মধ্যে অফিসের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আগুন লাগিয়ে দেয়, এর মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে পাশের আরো দুটি দোকান পুড়ে যায়,এতেও ক্ষান্ত হয়নি দুর্বৃত্তদল, পাশে থাকা আইনজীবীর বসতঘর বিল্ডিংয়ের কাঁচের জানালা ভাংচুর ও তার বড় ভাইয়ের বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ও ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে, ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে, এসময় তার ছোট ভাই বাধা দিতে গেলে রড দিয়ে মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত ও জখম করে, আনন্দ উল্লাস করতে করতে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন, আহতদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়।
জায়গা জমি নিয়ে দ্বন্দ্বের জেরে পুর্বপরিকল্পনা অনুযায়ী এমন ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।