287 বার পঠিত
‘মানবতার টানে, রক্তের সন্ধানে’ এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানের সংগঠন বিনয়কাঠি ব্লাড ডোনার্স ফাউন্ডেশন (BBDF), সুগন্ধিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ৯৩ তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ উপলক্ষে বিনয়কাঠি ব্লাড ডোনার্স ফাউন্ডেশন (BBDF) এর উদ্যোগে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সেচ্ছাসেবী সংগ্রহের কর্মসূচি পালিত হয়েছে।
আজ ১১ই ফেব্রুয়ারী ২০২৫ রোজ মঙ্গলবার সুগন্ধিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রঙ্গনে সংগঠনটির এই কর্মসূচি বেলা ১০টায় শুরু হয়ে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলে। যেখানে বিনয়কাঠি ব্লাড ডোনার্স ফাউন্ডেশন (BBDF) এর অভিজ্ঞ সেচ্ছাসেবীগন ৩০৫ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে ।
মাননীয় জেলা প্রশাসক ঝালকাঠি, জনাব আশরাফুর রহমান। তিনি অনুষ্ঠানে যোগ দিলে বিনয়কাঠি ব্লাড ডোনার্স ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষক উপদেষ্টা জিয়াউর রহমান, শাহরিয়ার শামীম, এন মাহামুদ রাজু সহ অন্যান্য সেচ্ছাসেবীবৃন্দ ফুল দিয়ে বরন করে নেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারহানা ইয়াসমিন, ঝালকাঠির সুযোগ্য পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় আরো উপস্থিত ছিলেন সুগন্ধিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও অত্র অনুষ্ঠানের সভাপতি জনাব, মনোজ কান্তি বেপারী। তিনি বলেন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি একটি ভালো উদ্যোগ। এমন অনেকেই আছে যারা নিজের ব্লাড গ্রুপ জানে না। আজকের এই কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত হবে। আমাদের বিদ্যালয়ের কারোর রক্তের প্রয়োজন হলে বিনয়কাঠি ব্লাড ডোনার্স ফাউন্ডেশন এর সেচ্ছাসেবীদের সাথে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যাবে।’
ক্যাম্পের পরিচালনার দায়িত্বে ছিলেন বিনয়কাঠি ব্লাড ডোনার্স ফাউন্ডেশন এর সভাপতি শাহরিয়ার শামীম, পৃষ্ঠপোষক উপদেষ্টা জনাব জিয়াউর রহমান, সহ-সভাপতি হাসান মাহামুদ, সাধারণ সম্পাদক এন মাহামুদ রাজু, দপ্তর সম্পাদক তানজিল সরদার, সানাউল মৃধা, উজ্জ্বল, শিহাব, সাগর, মারিয়া, মুনা, তৃষা, মুনা সহ অন্যান্য সেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত থেকে সফল ভাবে কর্মসূচী পরিচালনা করেন।
সংগঠনটির সভাপতি মোঃ শাহরিয়ার শামীম বলেন, ‘আমাদের সংগঠনটি শিক্ষার্থীদের ও তরুনদের মাধ্যমে বরিশাল এবং এর আশপাশের জেলাগুলোতে রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে রক্ত সরবরাহ করে থাকে। বিনয়কাঠি ব্লাড ডোনার্স ফাউন্ডেশন প্রধান কাজগুলোর মধ্যে নবীনদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় একটি। এই কার্যক্রমের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা তাদের রক্ত গ্রুপ জানতে পারবে এবং পাশাপাশি অনেকেই রক্তদানে উৎসাহিত হবে।’
তিনি আরো জানান, এছাড়াও বিবিডিএফ অন্যান্য আরো সামাজিক কার্যক্রম পরিচালনা করে সেবা দিয়ে থাকে।
সংগঠনটির দপ্তর সম্পাদক তানজিল সরদার বলেন, ‘স্কুলের শিক্ষার্থীদের একাংশ রক্তের গ্রুপ জানে না। আমরা বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছি এবং রক্তদানে উৎসাহী করার জন্য কাজ করছি। এই কার্যক্রম সফল করার জন্য যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’