13 বার পঠিত
মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ধর্ষকদের সব্বোর্চ শাস্তি ফাঁসির দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর জেলা শাখা।
মঙ্গলবার ১৮ মার্চ দুপুরে শহরের (সফি মিয়ার বাজার) জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ছাইদা বেগম শ্যামার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাামলপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট দিলরুবা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক পিয়ারা হায়দার, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শামিমা বেগম রুবি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, যারা ধর্ষণের সাথে জড়িত অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান বক্তারা