92 বার পঠিত
জামালপুরের অপারেশন ডেভিল হান্টে মাদারগঞ্জ, ইসলামপুর ও সরিষাবাড়ী
উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার ও বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলো মাদারগঞ্জ উপজেলা নামা তারতাপাডা গ্রামের আনোয়ার হোসেন ছেলে আব্দুর রহমান, এবং একই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, ইব্রাহিম বাবু , মাদারগঞ্জ উপজেলার ক্ষুদ্র জেনাইল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং মাদারগঞ্জ শহর ছাত্রলীগের সহ-সভাপতি, কুফিল উদ্দিন মন্ডল, ইসলামপুর উপজেলার চরপুটিমারীর চিনার চর দক্ষিণপাড়া গ্রামের মৃত কুমর মন্ডলের ছেলে ও চরপুটিমারী ইউনিয়ন যুবলীগের (সাবেক) সহ-সভাপতি, কেএম রফিকুল ইসলাম সরিষাবাড়ির চর বালিয়া গ্রামের আজিজুল হকের ছেলে ও সরিষাবাড়ি উপজেলা যুবলীগের সহসম্পাদক এবং মোখলেছুর রহমান সরিষাবাড়ি উপজেলার ভাটারা গ্রামের খাইরুল হকের ছেলে ও ভাটারা ইউনিয়ন যুবলীগের কর্মী।
জানা যায়, অপারেশন ডেভিল হান্টে গতকাল বুধবার ও বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ি উপজেলায় অভিযান চালিয়ে যুবলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা থেকে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হয়। এছাড়া ইসলামপুর উপজেলায় বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগের এক নেতাকে আটক করা হয়। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।