238 বার পঠিত
উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম মাইজভাণ্ডারী (র.)’র ২য় ওফাত বার্ষিকী উপলক্ষে গাউসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনায় ২ দিনব্যাপী কর্মসূচিতে রাউজান উপজেলাধীন ৫৩টি এতিমখানা ও হেফজখানার ২৪৬৬ নিবাসীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি
সমাপনী দিবস ও
বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক হযরত গাউসুল আযম মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর পুত্রবংশীয় আওলাদ ও ত্বরিকার উজ্জ্বল নক্ষত্র মারাজাল বাহরাইন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র সহধর্মীনি, অগণিত আশেক-ভক্তের মহীয়সী আম্মাজান উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম মাইজভাণ্ডারী (র.)’র ২য় ওফাত বার্ষিকী আগামী ৬ অক্টোবর ২০২৩ খ্রি. ২১ আশ্বিন ১৪৩০ শুক্রবার গাউসুল আযম মাইজভাণ্ডারীর পারিবারিক আবাসস্থল মাইজভাণ্ডার শরিফ ‘গাউসিয়া হক মনজিল’এ পারিবারিক আবহে উদযাপিত হবে। এ উপলক্ষে ২ দিনব্যাপী কর্মসূচির আওতায় আজ দ্বিতীয় দিবস ০৪ অক্টোবর বুধবার গাউসুল আযম মাইজভাণ্ডারীর পারিবারিক আবাসস্থল মাইজভাণ্ডার শরিফ ‘গাউসিয়া হক মনজিল’এর পক্ষ হতে রাউজান উপজেলার দক্ষিণাঞ্চলের ২৭টি এতিমখানা ও হেফজখানার ১৫১৫ নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়। গতকাল উত্তরাঞ্চলের ২৬টি প্রতিষ্ঠানের ৯৫১ সহ মোট ২৪৬৬ নিবাসীকে একবেলার খাবার বিতরণ করা হয়।
দক্ষিণ রাউজান এলাকার ২৭টি এতিমখানা: আমিন আজিজ এতিমখানা ও হেফজখানা ও এতিমখানা, মোহাম্মদপুর মুহিউল উলুম এতিমখানা ও হেফজখানা, হযরত আব্দুল জলিল শাহ্ (রঃ) মাজার শরীফ এতিমখানা ও হেফজখানা, আলহাজ আমিনুল হক চৌধুরী (রঃ) এতিমখানা ও হেফজখানা, ছিদ্দিক আকবর শাহ মাদরাসা এতিমখানা ও হেফজখানা, ভুইয়াঁ মোল্লাপাড়া আশরাফিয়া এতিমখানা ও হেফজখানা, কদলপুর ভোমরপাড়া আয়েশা খাতুন এতিম খানা ও হেফজখানা, কদলপুর আশরাফিয়া এতিমখানা ও হেফজখানা, কদলপুর কাদেরীয়া সৈয়দীয়া তৈয়বীয়া তাহেরীয়া এতিমখানা ও হেফজখানা, উত্তর ও পশ্চিম গুজরা ছৈয়দিয়া এতিমখানা ও হেফজখানা, মোহাম্মদীয়া আদর্শ এতিমখানা ও হেফজখানা, পশ্চিম গুজরা মুনিরীয়া এতিমখানা ও হেফজখানা, হাফেজিয়া মুনিরুল মোস্তফা এতিমখানা ও হেফজখানা, মোহাম্মদীয়া এতিমখানা ও হেফজখানা, হযরত হাছান আলী এতিমখানা ও হেফজখানা, হযরত রোস্তম আলী (রঃ) এতিমখানা ও হেফজখানা, মোহাম্মদীয়া ইসলামিয়া সুন্নিয়া এতিমখানা ও হেফজখানা, মহিউল উলুম এতিমখানা ও হেফজখানা, উরকিরচর মোহাম্মদীয়া গাউসিয়া সুন্নিয়া এতিমখানা ও হেফজখানা, আল জামেয়াতুল আরাবিয়া মদিনাতুল কোরআন এতিমখানা ও হেফজখানা, গশ্চি মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদরাসা এতিমখানা ও হেফজখানা, হাবিবিয়া দরবার শরীফ এতিমখানা ও হেফজখানা, উরকিরচর দাওয়াত ইসলামী তালিমুল কুরআন এতিমখানা ও হেফজখানা, উরকিরচর আল কবির তালিমুল কোরআন এতিমখানা ও হেফজখানা, হযরত হাছী ফকির (রঃ) হেফজখানা ও এতিমখানা, ফয়েজিয়া হাফেজিয়া এতিমখানা, উরকিরচর হযরত মওলানা আবদুল মালেক শাহ্ মহিলা এতিমখানা।
উল্লেখ্য, দুইদিন ব্যাপী এ কর্মসূচিতে রাউজান উপজেলার ৫৩টি এতিমখানার ২৪৬৬ নিবাসীদের মাঝে একবেলার খাবার বিতরণ করা হয়।