53 বার পঠিত
পটুয়াখালীর গলাচিপায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে স্বামীর লাথিতে দ্বিতীয় স্ত্রী আমেনা বিবির (৫৮) মত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের গুরিন্দা বাজারে । পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের গুরিন্দা বাজারে বুধবার সকাল ৯টার দিকে নসু ঘরামীর প্রথম পক্ষের মেয়ে আসমার পৈত্রিকসূত্রে পাওয়া বিরোধীয় ৬ শতক জমিতে ঘর তুলতে যায় আসমাসহ তার দুই ভাই রিপন ও হাসান। এতে নসু ঘরামীর দ্বিতীয় স্ত্রী আমেনা বিবির আগের স্বামীর ঘরের সন্তান শামিম ও শাহিন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নসু ঘরামীর লাথির আঘাতে স্ত্রী আমেনা বিবি গুরুতর আহত হন। পরিবারের লোকজন গুরুতর আহত আমেনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।