41 বার পঠিত
পটুয়াখালীর গলাচিপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে ১৮’ই ফেব্রুয়ারী উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন হল রুমে বেলা সাড়ে এগারোটার সময়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মোঃ কামাল হোসেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক বৃন্দদের অংশ গ্রহনের মাধ্যমে চলমান পরিস্থিতি, চিকনিকান্দী – ডাকুয়া সংযোগ ব্রীজ এর বেহাল দশা, উপজেলা সকল হাটবাজার, খেয়াঘাট, রমজান মাস কেন্দ্র করে বাজারের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণ, তরমুজ ব্যবসায়ীদের নিয়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণ, চরকাজল, বন্যাতলী ঘাটে সরকার নিষিদ্ধ অবৈধ কাচকি মাছ ব্যবসায়ীদের সিন্ডিকেট এবং গলাচিপা হরিদেবপুর বাস স্ট্যান্ড, খেয়াঘাটে যাত্রী হয়রানি নিয়ে বিভিন্ন আলোচনায় গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়।