94 বার পঠিত
খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজন জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্ত্বে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক জুনায়েদ কবির সোহাগ, খাগড়াছড়ি শিক্ষা ও আইসিটি কর্মকর্তা রুমানা আক্তার, সিভিল সার্জন মোঃ ছাবের, মুক্তিযোদ্ধা মোঃ রইছ উদ্দিন সহ জেলার বিভিন্ন স্থরের কর্মকর্তা ও মুক্তিযোক্তা গণ এতে মুক্ত আলোচনা করেন।
মুক্ত আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর আল বদর বাহিনীর হাতে শহীদ বুদ্ধিজীবিদের নির্মম হত্যা যজ্ঞের বর্ণনা তুলে ধরে স্মৃতি চারণ করেন।