41 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে স্বাস্থ্য,পুষ্টি ও ওয়াশ বিষয়ে কমিউনিটির ফ্যাসিলিটেটরদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২দিনের মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।গত বুধ ও বৃহস্পতিবার (১৩ ও ১৪ নভেম্বর)কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
এতে কমিউনিটির ২১জন ফ্যাসিলিটেটর অংশগ্রহণ করেন।এ সময় স্বাস্থ্য-পুষ্টি,পানি-পয়ঃনিষ্কাশন ও পরিচ্ছন্নতা বিধি,প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য,স্বাস্থ্য-পুষ্টি, পানি-পয়ঃনিষ্কাশন ও পরিচ্ছন্নতা বিধি,টেকনিক্যাল প্রোগ্রামের আউটকাম,প্রজেক্ট মডেল ও লক্ষিত/টার্গেট জনগোষ্ঠী,গ্রোথ মনিটরিং ও প্রমোশন(এগচ)-গুরুত্ব, বাস্তবায়ন কৌশল,প্রয়োজনীয় উপাদান,বিভিন্ন স্কেলের পরিচিতি ও হাতে-কলমে ব্যবহার,গর্ভধারণ, গর্ভধারণের লক্ষণ,গর্ভকালীন বিপদ চিহ্ন,গর্ভকালীন পরিচর্যার গুরুত্ব ও শিডিউল,প্রসব পরিকল্পনা,এসব প্রাতিষ্ঠানিক প্রসব,প্রসব পরবর্তী সেবা (পিএনসি),নবজাতকের পরিচর্যা, মায়ের বুকের ও শিশুর বাড়তি খাবারের গুরুত্ব,অপুষ্টি দূরীকরণে ১০০০দিন /ও ৭-১১ এপ্রোচ,পিডিহার্থ কি,অপুষ্টি দূরীকরণে সাধারণ পুষ্টি প্রোগ্রাম ও পিডিহার্থ প্রোগ্রামের সুবিধা-অসুবিধা,পিডি হার্থ এর পর্যায়ক্রমিক ধাপ সমূহ,চলমান পিডি হার্থ সেশন,মনিটরিং/পরিবীক্ষণ,রেকর্ড কিপিং,রিপোর্টিং রুলস এর পরিচিত,ওয়াশ এর বেসিক ধারণা ও পুষ্টি উন্নয়নে ওয়াশ এর ভূমিকা ও হাত ধোয়া,১০০% স্বাস্থ্যকর পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম সম্পর্কে বিস্তারিত ধারণা,শিশু নিরাপত্তা,শিশু অধিকার ও স্বচ্ছতা জবাবদিহিতাসহ উল্লেখিত বিষয়সমূহ অংশগ্রহণকারী ফ্যাসিলিটেটরদের মাঝে তুলে ধরে পৃথক পৃথকভাবে প্রশিক্ষণ দেন,এপি ম্যানেজার সাগর ডি’কস্ত,প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টা, টেকনিক্যাল স্পেশালিস্ট স্বাস্থ্য,পুষ্টি ও ওয়াশের পল্লব কান্তি রায়,শিশু সুরক্ষা অফিসার লরেন্স সঞ্জয় মল্লিক প্রমুখ ।