227 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে মা ও নবজাতক শিশুর স্বাস্থ্য সেবা নিয়ে ধর্মীয় নেতাদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ২টায় কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে নিতাই পানিয়াল পুকুর খোলা হাটি এম আর এম ক্যাডেট একাডেমীতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে এলাকার বিভিন্ন স্কুল,মাদ্রাসার শিক্ষক ও ইমাম গণ অংশ গ্রহণ করেন।এদের মধ্যে উপস্থিত ছিলেন,পানিয়াল পুকুর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক,উত্তর দুরাকুটি কুদরতিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক এনামুল হক,বাহাগিলী দাখিল মাদ্রাসার শিক্ষক শাজেদুল ইসলাম,বাড়ি মধুপুর দোলা পাড়া জামে মসজিদের খতিব মাওলানা শাহ্ আলম,খোলা হাটি জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন মাওলানা রাশেদুল ইসলাম,গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শহিদার রহমান প্রমুখ।
এপি’র প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রুশ কর্ম শালাটির আয়োজন করেন। এ সময় বাল্যবিবাহ রোধে করণীসহ শিশু সুরক্ষা,শিশু নির্যাতন,শিশু ও মাতৃ মৃত্যুর হার কমানো,মা ও শিশু পুষ্টি পুরণ,মা ও নবজাতকের পরিচর্যাসহ নানা দিক তুলে ধরে আলোকপাত ও ৩ মাসের কর্ম পরিকল্পনা তৈরি করা হয়।যা উপস্থিত ব্যাক্তিদ্বয় স্ব-স্ব প্রতিষ্ঠানে উল্লেখিত বিষয় গুলো তুলে ধরে জন সচেতনতা সৃষ্টি করবেন।