51 বার পঠিত
কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা পর্যায়ের প্রতিটি খেলায় ক্ষুদে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)২০২৫ এর উদ্বোধন করা হয়েছে ।
রোববার (৫ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও মৌসুমী হক ।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার (এটিও) ফারুক হোসেন হেলাল, মোতাহার হোসেন,শাখাওয়াত হোসেন, রুহুল আমীন, রায়হানুল ইসলাম, আতাউর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা প্রমুখ ।
জানা যায়,৩দিন ব্যাপি এ টুর্নামেন্টে ৯টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় থেকে বাচাইকৃত ১টি করে বালক ও বালিকা দল খেলায় অংশগ্রহণ করেন। আগামী ৭ জানুয়ারি চূড়ান্ত খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে ।