12 বার পঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশ অনেকের শাসন দেখলও এখন কোরআন ও সুন্নাহভিত্তিক শাসন প্রয়োজন।
তিনি বলেন, ‘আমরা দু’টি বিষয় বাংলাদেশ থেকে বিদায় করতে যুদ্ধ করছি। একটি হচ্ছে দুর্নীতি অপরেকটি হচ্ছে দুঃশাসন।’মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর মিরপুর এলাকায় এক ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, ‘দুর্নীতি ও দুঃশাসন এই দু’টি বিষয় বিদায় করতে পারলে কোরআনের আলোকে বাংলাদেশ ১৮ কোটি মানুষের হাতে আল্লাহর নিয়ামত হিসেবে ধরা দেবে।’
সংগ্রামী লড়াইয়ে জামায়াতে ইসলামী সবাইকে পাশে চায় বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। সমালোচনার পাশাপাশি পরামর্শের অনুরোধ জানিয়েছেন তিনি।