61 বার পঠিত
টানা চারদিনেরও বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন এখন টিভির রাজশাহী প্রতিনিধি মাসুমা আক্তার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার ভোরে তরুণ উদীয়মান সাংবাদিক মাসুমা পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী এখন টিভির রাজশাহী ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাজিব। তিনি আজ ভোরে বিষয়টি নিশ্চিতি করেন।
এর আগে শুক্রবার কুমিল্লায় স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হোন মাসুম। এর পর থেকে তিনি অচেনত ছিলেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এর পর তাকে আইসিইউতে নেওয়া হয়। কিন্তু কোনো চেষ্টায় সফল হলো না। আজ ভোর সোয়া চারটার দিকে পৃথীবির মায়া ত্যাগ করেন মাসুমা আক্তার।
এদিকে মাসুমার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুর রকি এক বৃবৃতিতে মাসুমার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।