125 বার পঠিত
এক্স মল্লিকান ফাউন্ডেশান বৃত্তি পরীক্ষা ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মল্লিকা দিঘির পাড় ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ৩ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ১০টায় এক্স মল্লিকান ফাউন্ডেশানের সভাপতি মাকসুদ মাহমুদ বেগের সভাপতিত্বে সাধারন সম্পাদক সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এক্স মল্লিকান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম মাওলা হীরন।
বিশেষ অতিথি ছিলেন, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল কানন, রাজনৈতিক ব্যক্তিত্ব সালাহ উদ্দিন সুমন, হারুনুর রশিদ ভেন্ডার, সংগঠনের উপদেষ্ঠা রায়হান ফারুকী, সংগঠনের উপদেষ্ঠা আলমগীর হোসেন স্বপন,
ছাত্রনেতা কাউছার হামিদ, এডভোকেট শামীম পাটোয়ারী, আবু জাফর রাসেল, আব্দুর রহমান, মোঃ জোনায়েদ, আব্দুল মমিন প্রমুখ।
বৃত্তি পরীক্ষা শেষে মেধা অর্জন কারী শিক্ষার্থীদের মাঝে সনদ ও আর্থিক উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।