48 বার পঠিত
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ” অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৮ মার্চ সকাল ১১টায় র্যালী ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিনের সঞালনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শংকর কুমার দেব শর্মা, আরডিআরএস সিএনবি প্রকল্পের আয়শা আক্তার, আরডিআরএস এর সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোঃ সোহেল রানা, ইসলামিক রিলিফ এর প্রজেক্ট ম্যানেজার শরিফুল ইসলাম, ব্রাকের উপজেলা ম্যানেজার ফকরুল আলম প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন এনজিও বিশেষ করে আরডিআরএস, ব্রাক, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি, নারী সংগঠন, ইসলামিক রিলিফ বাংলাদেশ, পৌরসভার প্রকল্পের সুবিধাভোগীরা অংশ গ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে, সাম্প্রতিক সময়ে একটি ৭ বছরের শিশুর ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর ঘটনা তাৎক্ষণিক বিচারের দাবী জানান।
এদিকে আন্তর্জাতিক নারী দিবস পালনের জন্য আরডিআরএস বাংলাদেশ সিএনবি প্রকল্পের (উলিপুর) আয়োজনে যুব, কিশোরী ও নারী সদস্যের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মোঃ আতাউর রহমান, আরডিআরএস বাংলাদেশ সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মশিউর রহমান, কমল কান্তি রায়, আমেনা খাতুন উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।