86 বার পঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াডের দুইদিন ব্যাপী অনুষ্ঠান উজিরপুরে অনুষ্ঠিত।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধায়নে ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিন ব্যাপী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বেপারী উজিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি প্রভাষক এসএম জামাল হোসেন, উজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল,
উপস্থিত ছিলেন উজিরপুর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শওকত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন সহ বিভিন্ন কলেজ স্কুলের শিক্ষক সুধিজন ব্যক্তি।
এবারের বিজ্ঞান মেলায় উজিরপুরের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ গ্রহন করে বিভিন্ন প্রকারের উদ্ভাবনী সামগ্রী প্রদর্শন করে আগামীর বাংলাদেশ নির্মানে নিজস্ব ভাবে স্বাবলম্বী হবার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।