1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
জামালপুর সদরে সারের জন্য সড়ক অবরোধ - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন ইবি শাখার উদ্যোগে কর্মশালা   সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত শেখ হাসিনা বর্তমানে দেশের বৈধ প্রধানমন্ত্রী: নানক সুগন্ধা ও বিষখালী নদীতে বেপরোয়া মৌসুমি জেলেরা তৎপর নারী জেলেরা, অবাধে চলছে মা ইলিশ নিধন নাটোরে তাবলীগ জামাতের দু’গ্রুপের সংঘর্ষ ;আহত অন্তত ৩০জন। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান,৩৫ করতে তিন দিনের আল্টিমেটাম পূর্বাচলে শেখ হাসিনা-রেহানা পরিবারের নামে বরাদ্দ প্লট বাতিলের রিট সুন্দরগঞ্জে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং নলুয়া ভূঁঞারহাট শাখা ৬ষ্ঠ বৎসরে পদার্পন। ঘূর্ণিঝড় ‘ডানা’ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

জামালপুর সদরে সারের জন্য সড়ক অবরোধ

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
সারের দাবীতে কৃষকদের সড়ক অবরোধ

 153 বার পঠিত

জামালপুর প্রতিনিধি> জামালপুরে দীর্ঘদিনের খরার জন্য কৃষকদের আমন ধানের জমিতে সার প্রয়োগ করা সম্ভব হয়নি। জমিতে সার প্রয়োগের সময় চলে যাচ্ছে। চলতি সপ্তাহে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়া জমিতে পানি জমেছে। জমিতে ইউরিয়া সার প্রয়োগের বিলম্বিত হলেও সারের আশায় সদর উপজেলার শরিফপুর বাজারে বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত ডিলার, মের্সাস আব্দুস সালাম গত ৩ আগষ্ট শরিফপুর বাজারস্হ গুদামে সার উত্তোলন করে। ৪ আগষ্ট রবিবার ডিলার সার বিতরণের কথা শুনে শত শত কৃষক জমায়েত হয়। কিন্তু ডিলার ওই ইউপির ৭,৮ ও ৯ নাম্বার ওয়াডের কৃষকদের মাঝে সার বিতরণ করা কথা বলে। এ কথা শুনে অন‍্যান ওয়াড থেকে উপস্থিত কৃষক ক্ষিপ্ত হয়ে সার না পাওয়ার বেদনায় জামালপুর ময়মনসিংহ সড়কের শরিফপুর বাজার রাস্তা অবরোধ করে। সড়কে যানজটের সৃষ্টি হয়।

এই সংবাদ পেয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা ইয়াসমিন ঘটনাস্থলে ছুটে গিয়ে বিক্ষিপ্ত কৃষকদের ২ / ১ দিনের মধ্যে সার প্রদানের আশ্বাস দিলে বিক্ষিপ্ত কৃষকেরা অবরোধ তুলে নেয়।
রনরামপুর গ্রামের কৃষক আবুল মনছুরের সাথে কথা বললে তিনি জানান, ১৫ বিঘা জমিতে আমন ধানের চাষ করে মাত্র ১ব‍্যাগ সার পেয়েছি, বাকি জমিতে সার সময়মত দিতে না পারলে ধান উৎপাদন ব‍্যহ্নত হবে। লাইনে থাকা অনেক কৃষক বলাবলি করতে শুনা যায় দীর্ঘদিন পর ১ব‍্যাগ ও অর্ধেক ব‍্যাগ সার পাওয়ার আশায় হতাশায় ভোগেছেন। কৃষি অধিদপ্তর সুত্রে জানা শরিফপুর ইউপিতে ৩ জন বিসিআইসিও বিএডিসির সার ডিলার হয়েছে। ১,২,ও৩নাম্বার ওয়াডে মের্সাস আহ্সান হাবিব,৪,৫ও৬ নাম্বার ওয়াডে মের্সাস সদাগর কনস্ট্রাকশন।৭,৮ ও৯ নাম্বার ওয়াডে মের্সাস আব্দুল ছামাম।
শরিফপুর বাজারে ১,২ ও ৩ নাম্বার ওয়াডে কৃষকেরা নির্বাহী কর্মকর্তা কে অভিযোগ করেন, মের্সাস আহসান হাবিব সারের গুদাম পৌর সভার জঙ্গলপাড়া বোর্ড ঘরের বাজারে,শরিফপুর থেকে দুরত্ব প্রায় ৪কি,মিটার। কৃষকদের এত দুরে গিয়ে সার উত্তোলন করা কষ্ট ও ব‍্যয়বহুল। তিনি কৃষকদের আশ্বাস দিয়ে বলেন শরিফপুর বাজারে সার দেয়া হবে।
শুধু শরিফপুর ইউনিয়নেই নয় জামালপুর সদর উপজেলার প্রত‍্যেক ইউনিয়নে সার মিলছেনা।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর এ উপজেলায় আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩১হাজার ৪শ’ ৭২ হেক্টর । যদি সঠিকমাত্রায় বৃষ্টি না হয় এবং সময়মত সার প্রয়োগ না করতে পারলে আমণ চাষের লক্ষমাত্রা ব‍্যহ্নত হওয়ার আশংকা রয়েছে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park