24 বার পঠিত
লক্ষ্মীপুরের রায়পুরে এবার মন্দীরে থাকা সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯ টার দিকে রায়পুর শ্রী শ্রী মহামায়া মন্দিরে এ ঘটনা ঘটে। মুখে রুমাল বেঁধে এক যুবক ভাঙচুর করে। মন্দিরের বাইরের একটি সিসিটিভি ক্যামেরায় ভাঙচুর চালানো যুবকের ছবি ধরা পড়ে। রাতেই ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার, সেনা বাহিনীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা পরিদর্শন করেন।
তবে এখনও এ ঘটনায় ওই কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন৷ কতৃপক্ষ।
বিষয়টি নিয়ে মন্দিরের পুরোহিত হারাধন চক্রবর্তী বলেন, আমি একটি পুজার জন্য কিছু সময় বাহিরে ছিলাম। পরে মন্দিরে এসে দেখি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। বিগত সময়ে এমন ঘটনা দেখিনি। তবে মন্দিরের সিসি টিভির ফুটেজে প্রতিমা ভাঙচুর করতে এক যুবকে দেখা যায়। পুলিশ ঘটনাস্থলে এসে সিসি টিভির ফুটেজে নিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আমি সিসিটিভি ফুটেজ দেখে যুবকটিকে শনাক্ত করতে পারিনি।
মন্দির কমিটির সভাপতি রবীন্দ্র কর্মকার বলেন, সেবায়েত জানিয়েছেন সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এক যুবকের মুখে রুমাল বাঁধা ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এ ঘটনায় কাউকে চিহ্নিত করা যায়নি। অপরাধী যেই হোক তার শাস্তি নিশ্চিতের দাবিও জানান তিনি।
রায়পুর সার্কেল অফিসের সহকারী পুলিশ সুপার মোঃ জামিলুল হক বলেন, সিসি টিভির ফুটেজ দেখে এখনও কে বা কারা প্রতিমা ভাঙচুর করেছে শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে গেছি। এ বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান বলেন, ‘মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা খুবই দুঃখজনক। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অধিকার কারও নেই। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে,