76 বার পঠিত
মোরেলগঞ্জের সদর ইউনিয়নের বিশারীঘাটা বাদুরতলা স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১২ জুলাই)বিকেলে উপজেলার বিশারীঘাটা ইউনিয়নের বিশারীঘাটা বাজারে এ ক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ লিয়াকত আলী খান বাদুরতরা স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ কামাল হোসেন খান, বিশারীঘাটা দোকান মালিক সীমিতির সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন,রিপন খান প্রমুখ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং বাদুরতলা স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা মোস্তাক বিল্লাহ রুপম।
এ সময় তিনি বলেন আমাদের ক্লাবের বেশি সংখ্যক ছেলেরা ছাত্র,আমরা চাই দেশের সকল তরুণরা খেলার মাঠে ফিরে আসুক,এতে করে সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণ সম্ভব হবে, এতে করে আমাদের শরীর মন দুটোই ভালো থাকবে।