157 বার পঠিত
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছে চারা বিতরণ করা হয়েছে। ঝালকাঠির বিশিষ্ট সমাজ সেবক, সাদা মনের মানুষ, বৃক্ষ প্রেমিক শামসুল হক মনু নিজ অর্থায়নে ‘প্লান্ট প্লান্টস ফর লাইফ’ নামের একটি সংগঠনের মাধ্যমে সোমবার শিক্ষার্থীদের মাঝে আম গাছের চার বিতরণ করেন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন। বিশিষ্ট সমাজ সেবক, সাদা মনের মানুষ, বৃক্ষ প্রেমিক শামসুল হক মনু বলেন, পরিবেশের ভারসম্য বজায় রাখতে হলে বৃক্ষ রোপনের বিকল্প নাই। এই বিষয়টি উপলব্দি করে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়েছে। আমার এ কর্মসূচী অব্যহত থাকবে।