1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঝালকাঠিতে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম অন্তর্র্বতী সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বিকেল ৫টার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিল নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয় গণপিটুনিতে মৃত্যু, মুখ খুলেছেন নাহিদ চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর চান না সারজিস আলম শেখ হাসিনার কোনো ক্ষমা নেই: ফখরুল ১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করার আহ্বান উপদেষ্টা নাহিদের ছাত্র আন্দোলনে নিহতদেরকে নিয়ে সারাদেশে মামলা ব্যবসা শুরু হয়েছে: সমন্বয়ক সারজিস আলম কিশোরগঞ্জে আগাম আমন ধান কাটার ধুম সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব

ঝালকাঠিতে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

 31 বার পঠিত

ঝালকাঠিতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়েস্ট মিডিয়া গ্রুপের বিভিন্ন মিডিয়া অফিসে ন্যাক্কারজনক হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২টায় ঝালকাঠি প্রেসক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। ঝালকাঠির গণমাধ্যমকর্মীবৃন্দ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি কে এম সবুজ এর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি এসএম রেজাউল করিমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, দৈনিক শতকণ্ঠ পত্রিকার সম্পাদক ও আঞ্চলিক সংবাদপত্র পরিষদের মহাসচিব, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, দৈনিক অজানাবার্তা পত্রিকার সম্পাদক এসএমএ রহমান কাজল, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, প্রেসক্লাবের সহসভাপতি আল আমিন তালুকদার, সহসাধারণ সম্পাদক আসম মাহামুদুর রহমান পারভেজ, দৈনিক গাউছিয়া পত্রিকার প্রকাশক অলোক সাহা, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন৷

সাধারণ সম্পাদক রিয়াজুর ইসলাম বাচ্চু,  আরটিভি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, বিটিভি প্রতিনিধি জান্নাতিন নাঈম দীপ, সাংবাদিক মিজানুর রহমান টিটু, মোহনা টিভি প্রতিনিধি রুহুল আমিন রুবেল, দৈনিক বুলেটিন প্রতিনিধি কাজী সোলায়মান সুমন, ঢাকা টাইমস প্রতিনিধি এইচ এম গিয়াস উদ্দিন, বাংলানিউজ টোয়েন্টিফোর এর প্রতিনিধি নাঈম হোসেন, কালবেলা প্রতিনিধি আরিফুর রহমান ও আজকের পত্রিকার প্রতিনিধি আরিফুর রহমান রায়হান।

সমাবেশে বক্তারা বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অফিসে হামলাকারীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি মিডিয়া হাউজ ও মিডিয়াকর্মীদের ওপর যারাই হামলা করবে, তাদের আগে আইনের আওতায় আনতে হবে। এ ধরণের হামলা বন্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে। সমাবেশে বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধেরও দাবি জানান।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park