1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
চট্টগ্রামে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ১ ,আহত ৩ - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন ইবি শাখার উদ্যোগে কর্মশালা   সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত শেখ হাসিনা বর্তমানে দেশের বৈধ প্রধানমন্ত্রী: নানক সুগন্ধা ও বিষখালী নদীতে বেপরোয়া মৌসুমি জেলেরা তৎপর নারী জেলেরা, অবাধে চলছে মা ইলিশ নিধন নাটোরে তাবলীগ জামাতের দু’গ্রুপের সংঘর্ষ ;আহত অন্তত ৩০জন। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান,৩৫ করতে তিন দিনের আল্টিমেটাম পূর্বাচলে শেখ হাসিনা-রেহানা পরিবারের নামে বরাদ্দ প্লট বাতিলের রিট সুন্দরগঞ্জে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং নলুয়া ভূঁঞারহাট শাখা ৬ষ্ঠ বৎসরে পদার্পন। ঘূর্ণিঝড় ‘ডানা’ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

চট্টগ্রামে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ১ ,আহত ৩

এম মনির চৌধুরী রানা
  • প্রকাশ রবিবার, ৫ মে, ২০২৪

 59 বার পঠিত

চট্টগ্রাম  কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে উপজেলার বদুরপাড়া নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার ( ৫ মে ) সকাল ৮ টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়াস্থ বদুরপাড়া এলাকায় সড়ক ভবনের সামনে ঘটনাটি ঘটে।

স্থানীয় ও প্রত‍্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮ টার দিকে চট্টগ্রামমুখী সিএনজির সাথে কক্সবাজার গামী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকসার সামনের সীটেবসা এক ব‍্যক্তি মারা যায়। নিহত ব‍্যক্তি আনোয়ারা উপজেলার বারখাইন এলাকার মৃত আলী আহমদের পুত্র পেঁচু মিয়া ( ৬৫ )। সে কাঞ্চননগর এলাকায় একটি ইট ভাটায় কাজ করত।

আহতরা হলেন, সিএনজির অটো রিকসার চালক আবুল কালাম। তার বাড়ী দোহাজারী পৌরসভার চাগাচর এলাকায়। সে বিজিসি ট্রাষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আলিফ নামে অপর এক যাত্রীকে বিজিসি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। প্রতিবেদন লিখা পর্যন্ত তার ঠিকানা পাওয়া যায়নি।দোহাজারী হাইওয়ে পুলিশের এস আই শহীদুল ইসলাম জানান, সকাল আনুমানিক ৮ টার দিকে দূর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি।

গাড়ী থেকে এক ব‍্যক্তিকে নিহত অবস্থায় উদ্ধার করি। আহতদের উদ্ধার করে প্রথমে বিজিসি ট্রাষ্ট মেডিকেলে ভর্তি করি। সেখানে অবস্থার অবনতি ঘটলে সিএনজি ড্রাইভার আবুল কালামকে কর্তব‍্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক পলাতক রয়েছে। দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আবু কাউছার জানান, বরিশাল-ড ১১-০২৩৪ মিনিবাস ও নাম্বার বিহীন অনটেস্ট সিএনজি অটোরিকশাটি আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park