151 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে পারিবারিক কলহে কীটনাশক পানে জ্যোতিষ চন্দ্র নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। রোববার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই বৃদ্ধ বড়ভিটা ইউনিয়নের বড়ডুমরিয়া গ্রামের খামারডুমরিয়া পাড়ার মৃত পান্নাত চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহে তিনি শনিবার সন্ধায় তার বাড়ির পাশেই কীটনাশক পান করেন। পরে উঠানে এসে বমি করায় স্থানীয়রা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করেছে।