116 বার পঠিত
কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>কিশোরগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ ২য় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ৮জন।ভাইস-চেয়ারম্যান (পুরুষ)পদে ৭জন ও ভাইস-চেয়ারম্যান (মহিলা)পদে ৫ জনসহ মোট ২০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।রোববার (২১এপ্রিল)বিকেল ৪টা পর্যন্ত ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।বিষয়টি নিশ্চিত করেছেন,উপজেলা নির্বাচন অফিসার খন্দকার তারিক বিন তাহের।উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে,মনোনয়নপত্র বাছাই২৩ এপ্রিল।রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪থেকে২৬এপ্রিল।আপিল নিষ্পত্তি ২৭থেকে২৯এপ্রিল।প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০এপ্রিল।প্রতীক বরাদ্দ ২মে।ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১মে।চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট,উপজেলা আ’লীগে সাধারণ সম্পাদক মশিয়ার রহমান,উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পতিরাম চন্দ্র রায়,তাহসান,রশিদুল ইসলাম,আমিরুল ইসলাম,রাশেদুজ্জামান,বিল্পব কুমার সরকার।ভাইস-চেয়ারম্যান (পুরুষ)পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন,শ্রী ভুবন চন্দ্র মহন্ত,যাদু মিয়া,মোজাহার হোসেন,মোজাহিদ ইসলাম সুরুজ,সিদ্দিকুর রহমান,মাহুবুবর রহমান,বরকত-ই-খুদা।
ভাইস-চেয়ারম্যান (মহিলা)পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন,স্বপ্না খাতুন,রোকসানা পারভিন,বিনা রানী,শিল্পী রানী,পল্লবী রানী সরকার।
মনোনয়ন দাখিল সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার খন্দকার তারিক বিন তাহের বলেন,এবার প্রথমবারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার বিধান বাধ্যতামূলক করা হয়েছে।সব প্রার্থী নির্বাচনী নিয়মনীতি মেনে সুষ্ঠু ও সুন্দরভাবে মনোনয়নপত্র অনলাইনে দাখিল শেষে হার্ড কপি জমা দিয়েছেন।