আমতলী(বরগুনা) প্রতিনিধি>বরগুনার আমতলীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আমতলী একে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন- প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এবং উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা সহকারী ভূমি মো, নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রদর্শনীতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রণী সম্পাদ কর্মকর্তা ডা: নাজমুল হক, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান , বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, হলদিয়া ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক।
গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড: মনিরুল ইসলাম মনি, উপজেলা কৃষি অফিসর সিএম রেজাউল করিম, মৎস্যকর্মকর্তা হালিমা সর্দার, উপজেলা শিক্ষা অফিসার মো. মজিবুর রহমান, ডা: রোকনুজ্জানের সঞ্চনালয়ে প্রদর্শনীতে ৪৫টি স্টলে ডেইরি ফার্মের গরু, মহিষ, ছাগল, ভেড়া ও পরিযায়ী পাখির প্রদর্শন করা হয়।