164 বার পঠিত
রাজাপুর প্রতিনিধি> ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়ার ৪৬ জন অসহায় দুস্থ’র মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চিকিৎসা সহায়তার ২১ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান মনিরের উদ্যেগে দরিদ্র্র মানুষের মাঝে এ চেক বিতরণ করা হয়।
শনিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা মিলনায়তন হলরুমে কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক এম মনিরুজ্জামান মনির উপস্থিত থেকে রাজাপুর ও কাঠালিয়ার ৪৬ জন দরিদ্র মানুষের হাতে চিকিৎসা সহায়তায় জন্য ২১ লাখ ৬০ হাজার টাকার চেক তুলে দেন।
চেক বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মনিরউজ্জামান মনির বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার পিছিয়ে পরা ও সাধারণ মনুষের উন্নয়নের জন্য আমি আজীবন কাজ করতে চাই। এ কাজ অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারো জয়যুক্ত করতে হবে।
রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজ এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ,যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডেজলিং তালুকদার, যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি সবুর হোসেন,সেচ্ছা-সেবক লীগের যুগ্ম-আহবায়ক নাসির উদ্দিন মৃধা,মিজান হাওলাদার,মামুন হোসেন ও সেলিম মৃধা প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন্উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মনিরউজ্জামান মনির নিজ উদ্যেগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সমাজে পিছিয়ে পরা অসহায় ও দুস্থ মানুষের জন্য এই সহায়তার ব্যবস্থা করে আসছেন।