116 বার পঠিত
রাজাপুর প্রতিনিধি> ঝালকাঠির রাজাপুর উপজেলার জীবদাসকাঠি গ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।অভিযুক্ত স্বামী আব্দুল আজিজকে আটক করেছে পুলিশ। উপজেলার জীবনদাসকাঠি গ্রামে মঙ্গলবার (সোমবার দিবাগত) রাত ১২টার পরে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল আজিজ ঢাকায় একটি কোম্পানীতে প্রহরী পদে চাকরি করেন। তার তিন সন্তানের মধ্যে বড় ছেলে চট্টগ্রামে চাকুরি করেন, মেঝো ছেলে বাড়িতে থেকেই কলেজে পড়ে ও প্রাইভেট পড়ায় এবং ছোট মেয়ে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে।
সোমবার আব্দুল আজিজ বাড়িতে আসলে স্ত্রীর সাথে ঝগড়া হয়। রাতেও আবার সেই ঝগড়া শুরু হলে আব্দুল আজিজ বেধরক মারপিট করে স্ত্রী নারগিস আক্তারকে। একপর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়লে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ওসি (তদন্ত) মো: মোস্তফা জানান, ঘটনার পর রাতে থানার সামনে দিয়ে আব্দুল আজিজ হন্তদন্ত হয়ে হেটে যাচ্ছিলেন। এসময় থানার কনস্টবেল তাকে জিজ্ঞেস করলে তিনি স্ত্রীকে খুন করা কথা স্বীকার করে। এসময় তাকে আটক করা হয়।ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ব্যপারে একটি মামালা দায়েরের প্রস্তুতি চলছে।