178 বার পঠিত
জামালপুর প্রতিনিধি>জামালপুর জেলার ইসলামপুরে সাজাপ্রাপ্ত আসামি ৩জন এবং হেরোইনসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর ) গ্রেফতারকৃত ৫ জনকে আদালতে পাঠানো হয়।
জানা যায়, বুধবার রাতে পুলিশের গোপন সংবাদ ভিত্তিতে একাধিক দল ইসলাম পুর উপজেলার বিভিন্ন স্হানে অভিযান চালায়। এ সময় নারী নির্যাতন মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মিনাল মন্ডল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার পাঁচ বছর সাজাপ্রাপ্ত পার্থশী ইউনিয়নের হাড়িয়াবাড়ী গ্রামের আনিছুর রহমানের ছেলে আব্দুস ছাত্তার, পরীক্ষা কেন্দ্রে অনধিকার প্রবেশের দায়ে দুই বছরের সাজাপ্রাপ্ত নোয়ারপাড়া ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আব্দুল মালেককে আটক করা হয়।
এছাড়া সিআর মামলার গাইবান্ধা ইউনিয়নের টেংরাকুড়া গ্রামের জহুরুল হকের ছেলে মোশারফ হোসেন এবং দুই গ্রাম হেরোইনসহ গাইবান্ধা ইউনিয়নের সাদা মিয়ার ছেলে এনামুল হককে গ্রেফতার করা হয়।
ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া জানান, মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত এবং গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ পাঁচ আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।