35 বার পঠিত
ফরিদপুরের সদরপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে,২৮ অক্টোবর সোমবার সকাল ১০ টায় সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের
সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) রুবানা তানজিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি
মোঃ মোতালেব হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ওমর ফয়সল, মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, আবাশিক প্রকৌশলী শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির
সাবেক সভাপতি গোলাম রব্বানি, উপজেলা বিএনপির আহবায়োক কাজী বদরুতজামান (বদু কাজী) জামায়াতের সভাপতি দেলোয়ার মাতুব্বর, যুবদল নেতা সোহেল মোল্যা।
আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপজেলার সকল ইউ,পি চেয়ারম্যান, শিক্ষক, ইমাম, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।
সভায় আইন শৃঙ্খলার বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন, কাজী বদরুতজামান, জামায়াতের আমীর দেলোয়ার মাতুব্বর,
সদরপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি কবির মোল্যা, বাহালুল মোল্যা ডাঃ ওমর ফয়সল, ওসি মোতালেব হোসেন তার বক্তব্যে বলেন, মাদক নির্মুলে পুলিশের একার পক্ষে সম্ভব নয়, এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসলেই মাদক নির্মুল করা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার আল মামুন উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, ভূমি অফিসের খাজনা দিতে অফিসে না গিয়ে অনলাইনে খাজনা দিন। তাতে দুর্নীতি হওয়ার সম্ভাবনা কম। তিনি মাদক, বাল্য বিয়ে, ইলিশ অভিযান সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।