1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
পিতার মৃত্যুতে মা ও পাঁচ বোনের সংসারের হাল ধরেন নারী উদ্যোক্তা নার্গিস বেগম! - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম শাহজাহান ওমরকে কারাগারে প্রেরণ, আদালত প্রাঙ্গনে জুতা-ডিম নিক্ষেপ সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর গ্রেফতার বেরোবিতে ”ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  বিএনপির সভাপতির আমন্ত্রণে আমুর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভায় অতিথি! নতুন আইজিপি বাহারুল,ডিএমপি কমিশনার সাজ্জাত রাজাপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত  গলাচিপায় অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ,নিয়োগের ১বছর ১০ মাস পর যোগদান,এলাকায় উত্তেজনা জুলাই গণহত্যার সুপ্রিম কর্মকর্তা ছিলেন সাবেক পুলিশপ্রধান অটো রিক্সার বেপরোয়া গতি কেড়ে নিলো জাবি শিক্ষার্থীর প্রাণ প্রথমবারের মতো সচিবালয়ে গেলেন প্রধান উপদেষ্টা

পিতার মৃত্যুতে মা ও পাঁচ বোনের সংসারের হাল ধরেন নারী উদ্যোক্তা নার্গিস বেগম!

সঞ্জয় শীল
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

 219 বার পঠিত

নবীনগর সংবাদদাতা>জীবন সংগ্রামে লিপ্ত নবীনগর সদর বাজারের সবজি বিক্রেতা নারী নার্গিস বেগম ( ৩৩)।  তিনি  ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নবীনগর পৌরসভার ৩ নং ওয়ার্ডের মৃত নাজিম উদ্দীন ও ফাতেমা বেগমের ৬ কন্যা সন্তানের মধ্যে প্রথম সন্তান । 

ব্যক্তি জীবনে তিনি ১ পুত্র সন্তানের জননী। নাম সানী (১৬)। ২০০৪ সালে পিতার আকস্মিক মৃত্যুর ২ মাসের মধ্যে ১৭ বছর বয়সী সদ্য বিবাহিত নার্গিস বেগম সংসারের হাল ধরেন। পিতার মৃত্যুর ৩ মাস না পেরুতে স্বামী নার্গিস বেগমের পরিবারের প্রতি অপারগ থাকায় সদ্য জন্মানো শিশু সন্তান সানী, ৫ ছোট বোন ও মাকে নিয়ে শুরু হয় তার জীবন সংগ্রাম। নিজের উপার্জিত অর্থ দিয়ে বিয়ে দিয়েছেন ৪ বোন শামসুন্নাহার বেগম, কামরুন্নাহার বেগম, বদরুন্নাহার বেগম, নাজমুন্নাহার বেগমকে।  সবার ছোট বোন আফরোজা বেগম এখন নবীনগর সরকারি কলেজে বিএ (সম্মান)  পড়াশোনা করছেন। পৈতৃক সূত্রে পাওয়া ব্যবসায় দীর্ঘ ১৬ বছর ধরে মা- বোন ও ১ ছেলে সন্তান নিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি। 

তিনি জানান, বাবা মারা যাওয়ার পর মা – বোনদের টানে ১৭ বছর বয়সে কোলের শিশু সন্তান নিয়ে সবজি বিক্রি শুরু করি। এই দুর্বস্থার মধ্যে আমার স্বামীও আমাকে ছেড়ে চলে যায়। দিশেহারা পরিবার ও স্বামীর আচরনে প্রথমে খারাপ লাগলেও আল্লাহর রহমতে সবার দোয়ায় ভাল আছি। আমাকে বাজারের অনন্য ব্যবসায়ীরা সহযোগিতা করেন। সব সময় বিপদে – আপদে পাশে পাই তাদের। আত্ম প্রত্যয়ী, লোক দেখানো সহানুভূতির ভয়ে নিভৃতে থাকা নার্গিস বেগম সহানুভূতি ও সাহায্যের বদলে কেবল সবার দোয়া চান।

পাশ্ববর্তী চা দোকানী মনিরুল ইসলাম বাবু জানান, দীর্ঘদিন ধরে নার্গিসকে দেখছি,  তার মতো মেয়ে আর হয় না। মা-বোনদের কথা চিন্তা করে এমন ত্যাগ যেন ইতিহাস। 

বাজারের মাংস ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, নার্গিস আপা আমাদের বাজারের প্রথম নারী ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সুনাম ও সততার সাথে ব্যবসা করে যাচ্ছেন তিনি।

পাশ্ববর্তী  সবজি ব্যবসায়ী মোবারক মিয়া জানান, নার্গিসের মতো মেয়ে যেন সব পরিবারে জন্মায়। এমন মেয়ে পরিবারে থাকলে দুঃখ, কষ্ট পালাবে।

খন্দকার মিরাজুল ইসলাম মিরাজ বলেন, আমি সব সময় উনার কাছ থেকে প্রতিদিন বাজার সদাই করি।  উনার ব্যবহার ও সততা আমাদের মুগ্ধ করে।

ঝর্না রানী নামে একজন ক্রেতা জানান, তার মতো মেয়ে আর হয় না। আমি সব সময় আমার ছেলে মেয়েদের তার ( নার্গিস বেগম)  কথা বলে অনুপ্রানীত করি,  উৎসাহ দেই। সে নবীনগর তথা সারা বাংলাদেশের  নারীদের জন্য আইডল। 

নবীনগরের নেতৃস্থানীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অনুরোধ করবো, নার্গিস বেগমকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য। নার্গিস বেগমের মতো প্রত্যন্ত অঞ্চলের একজন ক্ষুদ্র ব্যবসায়ী,  একজন উদোগ্যক্তার জীবন সহজ ও সুন্দর নয়।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park