150 বার পঠিত
মোরেলগঞ্জ প্রতিনিধি>বাগেরহাটের মোরেলগঞ্জের ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুল ছাত্র মাহফুজুর রহমানের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম।
১২ (অক্টোবর) শনিবার দুপুর ২টায় মোরেলগঞ্জের গুলিশাখালী বাজার সংলগ্ন শহীদ মাহফুজুর রহমানের বাবা, শহীদ পরিবারের সদস্যরা এবং বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ মাহফুজুর রহমানের রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত করেন।
এ সময় শহীদ মাহফুজুর রহমানের বাবা মো. আব্দুল মান্নান ছেলের মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম শহীদ মাহফুজের বাবাকে বুকে টেনে নিয়ে সান্তনা দেন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা মিরপুর আলহাজ্ব আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান ১৯ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন।