192 বার পঠিত
ত্রিশাল প্রতিনিধি>ময়মনসিংহের ত্রিশালে পূর্ব শত্রুতার জেরে উপজেলার বৈলর ইউনিয়নের সম্মুখ বৈলর নামাপাড়া গ্রামের আব্দুর আলীর বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে দুবৃত্তরা। আহত চারজন।
পুলিশ সূত্রে অভিযোগে জানা যায়, গত বুধবার উপজেলার বৈলর ইউনিয়নের সম্মুখ বৈলর নামাপাড়া এলাকার আব্দুল আলীর বসতবাড়ী ও পরিবারের উপর জমি নিয়ে পূর্ব শত্রুর জেরে একই গ্রামের নবী ইসলামের ছেলে শফিকুল ইসলাম দলবল নিয়ে বাশ, রড, দা ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা ও ভাংচুর চালায়। ওই হামলায় আব্দুল আলীর স্ত্রী, ছেলে রিপন ও ২ পুত্র বধু গুরুতর জখম হয়। পরে এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অভিযোগকারী আব্দুল আলী জানান, শফিকুল ইসলাম পূর্ব শত্রুতা জেরে ঘটনার দিন সন্ধ্যায় অস্ত্রসহ দলবল নিয়ে আমার বসতবাড়ীতে হামলা করে। আমার বাড়ী, ঘর দা দিয়ে কুপিয়ে ছিন্নভিন্ন করে ফেলেছে। আমার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদের উপর দায়ের কুপে ও লাঠি দিয়ে আহত করে। তারা ভাংচুর করার পর আমার ঘরে থাকা স্বর্ণ অলংকার ও টাকা পয়সা লুট করে নিয়ে যায়।
অভিযুক্ত শফিকুল ইসলামের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলে ফোন না ধরে কেটে দিয়ে ফোন বন্ধ করে দেয়।
এলাকাবাসীরা জানান, পূর্বের যে ঘটনায় ঘটুক না কেনো দিন দুপুরে শফিকুল ইসলাম লোকসমাগম সৃষ্টি করে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে এলাকার পরিস্থিতি উত্তাপ্ত করা ঠিক হয়নি। এই ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।
এ ব্যাপারে ত্রিশাল থানার অফিসার ইনর্চাজ মো: মাইন উদ্দিন জানান, হামলার ঘটনায় আব্দুল আলী বাদী হয়ে শফিকুল ইসলামসহ ৯ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। আসামীরা পলাতক রয়েছে। আসামী ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।