232 বার পঠিত
ঝালকাঠির রাজাপুরে চলতি রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় গম ভুট্রা,সরিষা,সূর্যমূখী,সয়াবিন,মূগ,মসুর ও খেসারী চাষে সহযোগীতার জন্য ৩ হাজার ১’শত জন ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ করা হয়।
পরে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়নের বাসিন্ধাদের মাঝেও সার ও বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ সহ কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।