131 বার পঠিত
পিরোজপুর প্রতিনিধি>দীর্ঘ ১৮ ঘন্টা পেরিয়ে গেলেও পিরোজপুরের বেকুটিয়া ফেরীঘাট থেকে কচাঁ নদীতে পরে গিয়ে নিখোঁজ হওয়া সাতক্ষীরা কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফি কোন সন্ধান পাওয়া যায়নি।
আজ শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকাল থেকে বেকুটিয়া ফেরী ঘাটের কুমিরমারা প্রান্তের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন বিরামহীন তল্লাশী চালিয়ে যাচ্ছে। নিঁেখাজ সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফি(৪০) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর পুত্র।
নিখোঁজ আবদুল্লাহ বিন কাফি’র গাড়ীর চালক ইব্রাহীম স্বপন জানান, সাতক্ষীরা থেকে বিকেলে বরিশালের উদ্দেশ্য রওনা হন তিনি ও সাতক্ষীরা কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফি। রাত সাড়ে ৮ টার দিকে বেকুটিয়া ফেরী ঘাটে এসে পৌছালে গাড়ী ফেরীতে ওঠার সময় গাড়ী থেকে নেমে আবদুল্লাহ বিন কাফি মোবাইল ফোনে কথা বলার সময় পল্টুন থেকে পা পিছলে নদীতে পরে যায়। পরে স্থানীয়রা পিরোজপুরের ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।
পুলিশের এস আই মো: মাসুদ জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এবং জেলা পুলিশের উদ্ধার গতকাল রাত থেকে অভিযান অব্যহত আছে। আজ সকাল থেকে নদীতে ও এর চারপাশের এলাকায় আমাদের উদ্ধার অভিযান চলমান আছে।