1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে জখম  - দৈনিক দেশেরকথা
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টি,ছয় অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টির আভাস গলাচিপায় ইউনিয়ন বিএনপি’র নতুন অফিস কার্যায়ল উদ্বোধন উপলক্ষে সমাবেশ দুই- গ্রুপ মুখোমুখি । মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ খানাখন্ডে ভরা মহাসড়ক,পর্যটন ক্ষাতে হাজার কোটি টাকার ক্ষতি পার্বত্য জেলায়  পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আদালতে বিচারককে গুলি করে হত্যা গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের রাতভর জিজ্ঞাসাবাদ,তথ্য যাচাই করছে পুলিশ মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে জখম  অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ অন্তর্র্বতী সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে জখম 

আসলাম উদ্দিন আহম্মেদ
  • প্রকাশ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

 11 বার পঠিত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি>মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিঠিয়ে জখম করার ঘটনার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলা সদরের কবিরাজ পাড়ায়। জানা গেছে, ওই ওই এলাকার কতিপয় বখাটেদের হাতে তসলিম উদ্দিন (৩৫) নামের এক ভাড়াটিয়া  গুরুতর জখম হয়েছেন। নিজের মেয়েসহ অন্য একটি মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি বখাটেদের হামলার শিকার হন।

 প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়,তসলিম মিয়া উক্ত এলাকায় দীর্ঘদিন ধরে ২ কন্যা সন্তানকে নিয়ে অন্যের বাসায় ভাড়া থাকছেন। তার বাসার সামনে এলাকা একদল বখাটে কিশোর নিয়মিত ফ্রি-ফায়ার গেমসের আড্ডা বসিয়ে নিজেদের মধ্যে অকথ্য ভাষায়  গালিগালাজ করে। যা আশে-পাশের বাসাগুলোর মধ্যে এক অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করে। এলাকার অন্য ফাঁকা জায়গা থাকতেও বখাটেরা সেই বাসার সামনে আড্ডা জমাতো। তারা মাঝে মধ্যেই তসলিমের বড় মেয়েসহ বাড়ির ভাড়াটিয়া মেয়েকে বখাটেরা উত্যক্ত করতো। তসলিম উদ্দিন একদিন এর প্রতিবাদ করতে গেলে তাদের মধ্যে নাল্টু মিয়ার ছেলে মাহিন বলে ‘আমরা এই এলাকার ছেলে পেলে, আপনারা এখানকার ভাড়াটিয়া, আমরা এখানে যা খুশি করব, আপনার ভালো না লাগলে চলে যান।’ এরপরেও কিশোর দল তাদের নিয়মিত তসলিমের বাড়ির সামনে আড্ডা চলমান রাখে এবং তাদের বাসায় নিয়মিত উঁকি-ঝুকি দিতে থাকে।

 বুধবার রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে মাহিন (২৪), তার মা মুর্শিদা (৩৫), এবং বাবা মোঃ নাল্টু (৪০) ও মাহিনের জ্যাঠাতো ভাই ভুল্লুসহ (২৯) পূর্ব পরিকল্পিত ভাবে তসলিমকে মারার জন্য শরীরের পেছনে রড ও পাইপ দিয়ে অতর্কিত হামলা করে। এমতাবস্থায় তসলিম মাটিতে লুটিয়ে পড়লে মাহিনের মা তসলিমের গলা ও বুক চেপে ধরে অন্য দিকে মাহিন ও ভুল্লু তসলিমকে এলোপাথাড়ি পাইপ আর রড দিয়ে বেধরক পেটাতে থাকে। এক পর্যায়ে তসলিমের স্ত্রী হাসি (৩১) তাকে উদ্ধারে এগিয়ে এলে তাকেও বেধরক পেটানো হয়। তাদের চিৎকার -চেঁচামেচিতে পাড়া প্রতিবেশী জড়ো হতে লাগলে তারা দ্রুত স্থান ত্যাগ করে।

 এ বিষয়ে ভুক্তভোগী তসলিম নিকটস্থ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে অভিযুক্ত মাহিন ও ভুল্লুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায় নি।

 কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাছুদুর রহমান জানান, আমরা অভিযোগটি পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park