আমতলী (বরগুনা) প্রতিনিধিঃআমতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম হাওলাদারকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ।
সম্মানা ক্রেষ্ট প্রদানের সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগন।