128 বার পঠিত
ঝালকাঠি প্রতিনিধি> ঝালকাঠির কাঠালিয়ায় নিহত রাকিবুলের লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিহতের স্বজনরা। তাদের দাবি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। নিহতের স্বজনরা শনিবার ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় কাঠালিয়া উপজেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানবন্ধনটি করেছে।
শুক্রবার ২ সেপ্টেম্বর দুপুরে কাঠালিয়া থানায় হত্যা মামলা দ্বায়ের করার ১দিন অতিবাহিত হলেও এপর্যন্ত কোনো আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিক্ষোভকারীরা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা দিয়েছেন নিহত রাকিবুলের অন্তঃসত্তা স্ত্রী হাঁসি বেগম, পিতা শফি হাওলাদার, মা লিলি বেগম, ভাই তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম এবং বোন সুলতানা বেগম। মানববন্ধনে তাদের অন্যান্য আত্বীয়-স্বজনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউপি সদস্য ও পার্শবর্তী এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট শনিবার বিকেলে উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের ষাটকুড়ার মোড় এলাকায় বিরোধীয় জমিতে আমন ধানের চারা রোপন করা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হয় এক পক্ষের ৭৩ বছর বয়সী শফি উদ্দিন হাওলাদার, ৪৩ বছর বয়সী তারিকুল ইসলাম তারেক, ৪০ বছর বয়সী রাকিবুল ইসলাম, ৬০ বছর বয়সী নুরজাহান বেগম। এবং অপর পক্ষের ৩৭ বছর বয়সী মো. নজরুল ইসলাম হাওলাদার।
ঘটনার পরপরই আশংকাজনক অবস্থায় রাকিবুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে ৪০ বছর বয়সী রাকিবুলের মৃত্যু হয়।
হাসপাতালে রাকিবুল ইসলামের মৃত্যুর পর শুক্রবার দুপুরেই নিহতের ভাই তারিকুল ইসলাম তারেক বাদী হয়ে কাঠালিয়া থানায় ৫ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেছে।
মামলার এজাহারভূক্ত আসামীরা হলো ৫৫ বছর বয়সী শহীদুল ইসলাম শহিদ, ৪৫ বছর বয়সী ইব্রাহীম হোসেন তপু হাওলাদার, ৩৭ বছর বয়সী নজরুল ইসলাম হাওলাদার, ৪৫ বছর বয়সী মো. মামুন হাওলাদার এবং ৫০ বছর বয়সী মো. মিজান হাওলাদার।
থানায় এজাহার দায়েরের তথ্য নিশ্চিত করে কাঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিন হোসেন বলেন, বাদির কাছ থেকে পাওয়া এজাহারটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে জোর পদক্ষেপ নেয়া হবে।