79 বার পঠিত
মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে।আজ বৃহস্পতিবার(৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,ডাসার থানা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্প¯তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপরে উপজেলা হলরুমে ডাসার উপজেলা কর্মকর্তা কানিজ আফরোজের সভাপতিত্বে ঐতিহাসিক
৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকনির্দেশনা মূলক ভাষণের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন ডাসার থানার অফিসার ইনচার্জ এস. এম শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দা মমতাজ বেগম,বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার আব্দুল হাকিম তালুকদার,বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার,আবদুল জলিল তালুকদার,উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান, ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ আতিকুর রহমান আজাদ, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার তুহিন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন-উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি, গান ও বঙ্গবন্ধু’র ভাষণের উপরে বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা