273 বার পঠিত
বাবার মৃত্যুর শোকে এক ঘন্টা পর পুত্রের মৃত্যু হয়েছে। রবিবার জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘোড়াধাপ ইউনিয়নের জোঁকা ব্যাপারী পাড়ার আহাদ আলী ব্যাপারী (৬৫) ফজরের নামাজ আদায় শেষে বাড়ী ফেরার সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়।
পরে বাবাকে হাসপাতালে নিয়ে যেতে ছেলে মন্টু ব্যাপারী (৩২) সিএনজি অটোরিকশার খোঁজার জন্য বের হয়। পরে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরে দেখেন তার বাবা মারা গেছেন। বাবার মৃত্যুর শোকে মন্টু ব্যাপারীও হার্ট অ্যাটাকে আক্রান্ত হন।
পরে তারও মৃত্যু হয়। এ প্রসঙ্গে ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনসার আলী জানান, বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ জোহর তাদের জানাজা নামাজ শেষে স্থানীয় গোরস্থানে বাবা-ছেলের পাশাপাশি দাফন সম্পন্ন হয়।
এ প্রসঙ্গে ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, রবিবার ফজর নামাজ আদায় করে আহাদ আলী বাড়ী ফেরার সময় হার্ট অ্যাটাক করে। বাবার হার্ট অ্যাটাকের কথা শুনে তার চিকিৎসার জন্য সিএনজি অটোরিকশা খুঁজে আনেন ছেলে মন্টু। কিন্তু বাড়ি ফিরে বাবার মৃত্যুর খবর শুনে মিন্টুও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান। তিনি আরও জানান, রবিবার বাদ জোহর তাদের দুজনের একসাথে জানাজা নামাজ ও দাফান সম্পন্ন হয়েছে।