1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
বাবার মৃত্যুর এক ঘন্টা পার না হতেই পুত্রের মৃত্যু - দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম ধর্ম নিয়ে কটূক্তি করায় ইরানের জনপ্রিয় গায়কের মৃত্যুদণ্ড ঢাকাসহ ১৮ জেলায় গয়নার দোকানে বসবে ভ্যাট মেশিন বদলে যাচ্ছে পুলিশ র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক উলিপুরে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মতি শিউলি গ্রেফতার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু আজ কুড়িগ্রামে শহীদ জিয়ার জন্ম বার্ষিকী পালন ওসির সাথে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের মতবিনিময় সভা কিশোরগঞ্জে ক্ষণজন্মা পুরুষ জিয়াউর রহমান এঁর ৮৯তম জন্মদিন পালিত  বেনাপোলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালন। বিপুল উৎসাহে বোরো আবাদে ব্যস্ত কৃষক

বাবার মৃত্যুর এক ঘন্টা পার না হতেই পুত্রের মৃত্যু

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

 273 বার পঠিত

বাবার মৃত্যুর শোকে এক ঘন্টা পর পুত্রের মৃত্যু হয়েছে। রবিবার জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘোড়াধাপ ইউনিয়নের জোঁকা ব্যাপারী পাড়ার আহাদ আলী ব্যাপারী (৬৫) ফজরের নামাজ আদায় শেষে বাড়ী ফেরার সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়।

পরে বাবাকে হাসপাতালে নিয়ে যেতে ছেলে মন্টু ব্যাপারী (৩২) সিএনজি অটোরিকশার খোঁজার জন্য বের হয়। পরে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরে দেখেন তার বাবা মারা গেছেন। বাবার মৃত্যুর শোকে মন্টু ব্যাপারীও হার্ট অ্যাটাকে আক্রান্ত হন।

পরে তারও মৃত্যু হয়। এ প্রসঙ্গে ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনসার আলী জানান, বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ জোহর তাদের জানাজা নামাজ শেষে স্থানীয় গোরস্থানে বাবা-ছেলের পাশাপাশি দাফন সম্পন্ন হয়।

এ প্রসঙ্গে ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, রবিবার ফজর নামাজ আদায় করে আহাদ আলী বাড়ী ফেরার সময় হার্ট অ্যাটাক করে। বাবার হার্ট অ্যাটাকের কথা শুনে তার চিকিৎসার জন্য সিএনজি অটোরিকশা খুঁজে আনেন ছেলে মন্টু। কিন্তু বাড়ি ফিরে বাবার মৃত্যুর খবর শুনে মিন্টুও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান। তিনি আরও জানান, রবিবার বাদ জোহর তাদের দুজনের একসাথে জানাজা নামাজ ও দাফান সম্পন্ন হয়েছে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park