1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
বড়লেখায় সড়কে ৩ ঘন্টা অবরুদ্ধ থাকার পর নিসচার প্রচেষ্টায় মুক্ত হলো যাত্রী-জনসাধারণ - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম শাহজাহান ওমরকে কারাগারে প্রেরণ, আদালত প্রাঙ্গনে জুতা-ডিম নিক্ষেপ সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর গ্রেফতার বেরোবিতে ”ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  বিএনপির সভাপতির আমন্ত্রণে আমুর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভায় অতিথি! নতুন আইজিপি বাহারুল,ডিএমপি কমিশনার সাজ্জাত রাজাপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত  গলাচিপায় অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ,নিয়োগের ১বছর ১০ মাস পর যোগদান,এলাকায় উত্তেজনা জুলাই গণহত্যার সুপ্রিম কর্মকর্তা ছিলেন সাবেক পুলিশপ্রধান অটো রিক্সার বেপরোয়া গতি কেড়ে নিলো জাবি শিক্ষার্থীর প্রাণ প্রথমবারের মতো সচিবালয়ে গেলেন প্রধান উপদেষ্টা

বড়লেখায় সড়কে ৩ ঘন্টা অবরুদ্ধ থাকার পর নিসচার প্রচেষ্টায় মুক্ত হলো যাত্রী-জনসাধারণ

মাহিনুর ইসলাম মাহিন
  • প্রকাশ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

 128 বার পঠিত

বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখা উপজেলার চান্দগ্রাম ও বিয়ানীবাজার উপজেলার বারইগ্রামের দুই উপজেলার অংশে ট্রাক-পিকআপ পরিবহন শ্রমিকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলার কারণে বড়লেখা-সিলেট মহাসড়কের চান্দগ্রামে তাৎক্ষণিক সড়ক অবরোধ করে রাখে ট্রাক-পিকআপ পরিবহন শ্রমিকরা। অবরোধের কারণে দীর্ঘ ৩ ঘন্টা সড়ক অবরুদ্ধ থাকে এবং সেখানে অসহনীয় যানজটে আটকা পড়ে দূরপাল্লার যানবাহন ও ভুক্তভোগী যাত্রী-সাধারণ। হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিকানা মিডিয়া ও মুক্তি মিডিয়া অনলাইন চ্যানেলে লাইভ সম্প্রচার দেখে ঘটনাস্থলে দ্রুত পৌছে যান জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার রাতে নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, কার্যনির্বাহী সদস্য শাহাব উদ্দিন, ছায়দুল আহমদ, অপু আহমদ, পারভেছ আহমদসহ অন্যান্যদের প্রচেষ্টায় দীর্ঘ ৩ ঘন্টাব্যাপী আন্দোলনকারীদের অবরোধ ও অসহনীয় যানজটের কবল থেকে মুক্তি পায় দু’দিক থেকে আটকাপড়া এ্যাম্বুলেন্স, কার, বাস, সিএনজি ও দূরপাল্লার বিভিন্ন গণপরিবহন। এসময় অবরোধে আটকাপড়া যানবাহনে রোগী, শিশু, নারী-পুরুষসহ বিভিন্ন পর্যায়ের জনসাধারণের দূর্ভোগের কথা চিন্তা করে জনস্বার্থে মানুষের কল্যাণে নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দরা ট্রাক- পিকআপ পরিবহন শ্রমিকদের অবরোধ উপেক্ষা করে অসহনীয় যানজট নিরসন করে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দেয়। নিসচা নেতৃবৃন্দদের কার্যক্রমে এগিয়ে আসেন জনপ্রিয় ক্রিড়া ধারাভাষ্যকার চান্দগ্রাম বাজারের ব্যবসায়ী ইকবাল হোসাইন, মিডিয়াকর্মী জাবিদ হাসানসহ স্থানীয় জনসাধারণ। 

এদিকে নিসচা বড়লেখা উপজেলা শাখার এই কঠিন কার্যক্রমের প্রতি সাধুবাদ জানায় বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ ও যানবাহনের ভুক্তভোগী চালক, যাত্রী-জনসাধারণ। পরে হঠাৎ করেই অবরোধকারীরা নিসচা বড়লেখা উপজেলা শাখা নেতৃবৃন্দের উপর চড়াও হয়। এক পর্যায়ে ঘটনাস্থলে চরম উত্তেজনা দেখা দিলে স্থানীয় জনসাধারণের প্রতিবাদে কিছু কতিপয় পরিবহন শ্রমিকরা পিছু হঠতে বাধ্য হয়। আর মানুষের অগাধ ভালোবাসা অর্জন করে জনস্বার্থে দেশের অতন্দ্র প্রহরী জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park