183 বার পঠিত
গবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়ানশিপ-২০২২ এর ৩য় আসরে পুরুষ – নারী কাবডিতে ফাইনাল নিশ্চিত করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় ( গবি)।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সেমিফাইনালে পুরুষ কাবাডি দল ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৩০ – ৮৮ পয়েন্টে এবং নারী কাবাডি দল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১৩ – ৪৮ পয়েন্টের বিশাল ব্যবধানে হারায় গণ বিশ্ববিদ্যালয় ।
পুরুষ কাবাডি দল প্রথমার্ধে ০৯ – ৫৩ এবং দ্বিতীয়ার্ধে ২১ – ৩৫ ব্যাবধানে, নারী কাবাডি দল প্রথমার্ধে ০৮ – ২৫ এবং দ্বিতীয়ার্ধে ০৫ – ২৩ এগিয়ে থেকে বড় জয় তুলে নেয় গবি।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর মাঠে নারী দলের ম্যাচটি শুরু সকার ১০ টায় এবং পুরুষ দলের দুপুর ১২টায়।
উল্লেখ্য, বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ৩য় আসরে দেশের ১২৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং, দাবা, কাবাডি ও ব্যাডমিন্টনসহ ১২টি ইভেন্টের সমন্বয়ে নারী, পুরুষ উভয় বিভাগে ৭ হাজারেরও অধিক শিক্ষার্থীর অংশগ্রহণ নিচ্ছেন।