179 বার পঠিত
নড়াইল সদর উপজেলা শেখহাটি পুলিশ ক্যাম্প ইনচার্জ খায়রুজ্জামানে তত্বাবধানে শেখহাটি ইউনিয়নে মাদক জঙ্গিবাদ,পান চুরি, বাল্যবিবাহ রোধ সহ সকল প্রকার অন্যায় মিটিয়ে শান্তির ছায়া আনার একমাত্র নাম এস এই খায়রুজ্জামান কয়েক মাস আগে দেবভোগ, শেখহাটি, আফরা ছিল মাদকের মূল কেন্দ্র, তবে খায়রুজ্জামানের অবিরম অভিযানে টিকতে পারেনি কোনো রাঘববোয়াল।
এখনো গ্রাম ছেড়ে পালিয়ে রয়েছে বড় বড় মাদক ব্যবসায়ী । এবং ইউপি নির্বাচন কে কেন্দ্র করে অনেক জায়গায় সহিংসতা ঘটনা ঘটলে ও এখানে কোনো প্রকার কিছু ঘটেনি।
এসআই খায়রুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, চাকরি জীবনে কখনো অন্যায়ের আপোষ করিনি, এবং কখনো অন্যায়কে প্রশ্রয় দিবোনা যতো দিন আইনের পোষাক গায়ে থাকবে।