1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
পর্যটক সমাগম স্বাভাবিক হলে সংকট কাটিয়ে উঠার  প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের  - দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর গ্রেফতার বেরোবিতে ”ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  বিএনপির সভাপতির আমন্ত্রণে আমুর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভায় অতিথি! নতুন আইজিপি বাহারুল,ডিএমপি কমিশনার সাজ্জাত রাজাপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত  গলাচিপায় অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ,নিয়োগের ১বছর ১০ মাস পর যোগদান,এলাকায় উত্তেজনা জুলাই গণহত্যার সুপ্রিম কর্মকর্তা ছিলেন সাবেক পুলিশপ্রধান অটো রিক্সার বেপরোয়া গতি কেড়ে নিলো জাবি শিক্ষার্থীর প্রাণ প্রথমবারের মতো সচিবালয়ে গেলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো আপত্তি নেই: প্রধান উপদেষ্টা

পর্যটক সমাগম স্বাভাবিক হলে সংকট কাটিয়ে উঠার  প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের 

ছোটন বিশ্বাস
  • প্রকাশ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

 44 বার পঠিত

 খাগড়াছড়ি প্রতিনিধি।।  অপরূপ আঁকাবাকা পাহাড়ি কন্যা প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত পার্বত্য জেলা খাগড়াছড়িতে সারা বছর পর্যটকে মুখরিত থাকতো। কিন্তু ১ মাস পার্বত্য চট্টগ্রামে  সাম্প্রতিক পরিস্থিতির কারণে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন প্রশাসন। পর্যটন নগরী খাগড়াছড়িতে পর্যটক না আসায় পর্যটন কেন্দ্র, ব্যবসা – বাণিজ্য- পরিবহন সহ বিভিন্ন খাতে বিরূপ প্রভাব পরেছিল। এক মাস বন্ধের পর আজ (০৫ নভেম্বর) মঙ্গলবার থেকে পর্যটন কেন্দ্র গুলো খুলে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্বের আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের,, 

 পর্যটক মো. সোহেল  জানান, কাজের সুবাদে খাগড়াছড়িতে এসেছি। শুনেছি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। আমার খাগড়াছড়িতে আগে আসা হয়নি। খাগড়াছড়িতে যে এত সুন্দর পর্যটন স্পট আছে আলুটিলা পর্যটন কেন্দ্রে না আসলে বুঝতাম না। সত্যিই অসাধারণ। 

পর্যটক মাহফুজ আলম জানান, দীর্ঘ একমাস পর পর্যটন কেন্দ্র খুলে দেওয়াতে পরিবার নিয়ে বেড়াতে আসলাম আলুটিলায়। নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত এই পর্যটন স্পটটি।  

 পরিবহন শ্রমিক আব্দুল খালেক জানান, এক মাসের অধিক সময় পাহাড়ে পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। যার কারণে জেলায় কোনো পর্যটক আসেনি। পর্যটক না আসার কারণে ঠিকমতো গাড়ির জ্বালানি খরচও যোগাতে পারেননি। পর্যটক না আসায় অনেকে বেকার হয়ে পড়েছিলাম।

আলুটিলা পর্যটন কেন্দ্রের কাউন্টার কোষাধ্যক্ষ কোকোনাথ ত্রিপুরা জানান, আজকে থেকে পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি তুলে নেওয়াতে আলুটিলা পর্যটন কেন্দ্রে পর্যটক আসতে শুরু করেছে। আশা করি পর্যটক আসতে থাকলে বন্ধের কারণে যে আর্থিক লোকসান হয়েছিলো তা কাটিয়ে উঠতে সক্ষম হবে। 

খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক চন্দ্র কিরণ ত্রিপুরা জানান, পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়াতে পর্যটক আসতে শুরু করেছে। এসময় টাতে খাগড়াছড়ি পর্যটন কেন্দ্র গুলোতে পর্যটক সমাগম থাকে। বন্ধ থাকার কারণে গত মাস সরকার পর্যটন খাত থেকে রাজস্ব আদায় করতে পারেনি। পরিস্থিতি এভাবে শান্ত থাকলে পর্যটক আসবে এবং  আর্থিক সংকট কাটিয়ে উঠবে, সরকারের রাজস্ব আদায় হবে।

পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিভিন্ন ভাবে পর্যটন নির্ভর প্রায় ৭০ শতাংশ মানুষ। পর্যটন কেন্দ্র গুলো পূর্বে মতো স্বাভাবিক ও পর্যটকের পদভারে মুখরিত রাখতে  পরিস্থিতি স্বাভাবিক থাকার আহ্বান সুশীলসমাজের। 


দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park