59 বার পঠিত
পটুয়াখালীর মির্জাগঞ্জ ইউপির ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সরোয়ার কর্তৃক ইউপি সদস্য নিলুফা ইয়াসমিন মারধরের শিকার হয়েছেন। সুত্রে জানা গেছে, এ ঘটনা টি ঘটেছে ২৫ আগষ্ট রবিবার সকালে উক্ত ইউনিয়ন পরিষদের দক্ষিণ পার্শ্বের রাস্তায়।
এসময় ইউপি সদস্য মোঃ সরোয়ার ও তার সঙ্গী সাথীদের হাতে একই ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সালমা বেগম, মাসুদ খান ও ইউপি সদস্য রুবি বেগম’র স্বামী মোঃ রাহাত মারধরের শিকার হয়।পরে স্হানীয়রা তাদের উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী হাসপাতালে ভর্তি করে।এরপর এ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফেরেন ইউপি সদস্য সালমা বেগম, মাসুদ খান ও ইউপি সদস্য রবি বেগম’র স্বামী মোঃ রাহাত।
এরির্পোট লেখা পর্যন্ত জানা গেছে ইউপি সদস্য নিলুফা ইয়াসমিন উক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আরও জানা গেছে, আহত ইউপি সদস্য নিলুফা ইয়াসমিন এ বিষয় মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।এ বিষয় জানতে ইউপি সদস্য মোঃ সরোয়ার এর মুঠোফোনে কয়েক বার কল দিলেও প্রতিবারই তার ফোন কল ব্যাস্ত পাওয়া যায়।
এজন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এব্যাপারে জানতে চাইলে মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদ( ইউপি)চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন হাওলাদার বলেন, সরোয়ার মেম্বার গতকাল ইউপি সদস্য সহ ৪ জনকে মারধর করেছে,তাদের মারধর করার কারণ তাকে প্যানেল চেয়ারম্যান বানিয়ে তাকে দায়িত্ব দিতে হবে। সে যে বিএনপির কত বড় নেতা তিনি তা জানতেন না।