131 বার পঠিত
রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার বাকসাসুন্দপুর গ্রামে আদিবাসী পাহান পাড়ায় কারাম পূজা উদযাপন উপলক্ষে গত ৬ সেপ্টেম্বার (মঙ্গলবার) রাত ৯ টায় আদিবাসী পাহান সম্প্রদায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় আদিবাসী ও ওয়ার্কার্স পার্টির অন্যতম নেতা মজাই পাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও ওয়ার্কার্স পাটির নেতা অধ্যাপক ইয়াসিন আলী, রাণীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) স্যামুইলমার্ডি, ইএসডিও সংস্থার প্রেমদীপ প্রকল্পের ম্যানেজার খায়রুল আলম, স্থানীয় ইউপি সদস্য আক্কাস আলী। এছাড়াও আদিবাসী ও ওয়ার্কার্স পার্টির অন্যতম নেতা জনাব কিষ্ট পাহান,শিরীষ পাহানসহ
স্থানীয় আদিবাসী নারী পুরেষেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মূল পূজাপর্ব শেষে বাদ্যযন্ত্রের সাথে আদিবাসী পুরুষ-মহিলারা গানের তালে তালে তাদের ঐতিহ্যবাহী দলীয় নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্কার্স পার্টির জেলা সদস্য আলমগীর হোসেন।
আরো নিউজঃ মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন সাজা