126 বার পঠিত
জামালপুর প্রতিনিধি>সারাদেশে জালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও যানবাহনের ভাড়া সহনীয় পর্যায়ে আনা এবং ধর্ষক, অপহরণকারী, নারী ও শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর জেলা নাগরিক কমিটি, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। মঙ্গলবার ৯ জুলাই সকালে শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা নাগরিক কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম, সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল ও ভাষা সৈনিক মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন।
এসময় বক্তারা জালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অচিরেই কমানো এবং সারাদেশে ধর্ষক, অপহরণকারী, নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহবান জানান।