59 বার পঠিত
মায়ের বুকের দুধ পান করতে গিয়ে শ্বাসনালীতে ঢুকে ১৮ দিনের শিশু মুগ্ধর মৃত্যু হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা গ্রামে এই ঘটনা ঘটে।
শিশুর পিতা রফিকুল ইসলাম বলেন, ছাত্র আন্দোলনে পানি বিতরণ করতে গিয়ে নিহত হওয়া মুগ্ধর নাম অনুসরণ করেই আমার ছেলের নাম রেখেছিলাম। জন্মের পর থেকেই সুস্থ ও স্বাভাবিক ছিল। আজকে সকালে ওর মায়ের বুকের দুধ খেতে গিয়ে তা শ্বাসনালীতে ঢুকে পরে। আমরা দ্রুত উদ্ধার করে নিকটস্থ আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কিন্তু ততক্ষণে আমার মুগ্ধ আমাদের ছেড়ে চলে গেছে।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. শিশির কুমার গাইন জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে দুধ শ্বাসনালীতে ঢুকে দমবন্ধ হয়ে মারা গেছে।