114 বার পঠিত
পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সময়ই বাংলাদেশি ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আরো জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা দেশে ফিরলে তাদের সংবর্ধনাও দেবেন। আজ দুপুরে নিজের বাসভবন যমুনায় সেই সংবর্ধনাই দিয়েছেন প্রধান উপদেষ্টা।
ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মুখিয়ে ছিলেন বলে জানিয়েছেন ইউনূস।প্রধান উপদেষ্টা বলেছেন, ‘জয়ের পরেই অধিনায়কের সঙ্গে কথা বলেছিলাম। তবে তোমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার জন্য মুখিয়ে ছিলাম। দেশের পক্ষ থেকে তোমাদের আবারও অভিনন্দন।’
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে পেরে প্রত্যেক ক্রিকেটারই খুশি বলে জানিয়েছেন শান্ত।বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘এখানে (যমুনা) আসতে পেরে প্রত্যেক খেলোয়াড় খুশি। এটি সত্যি আমাদের অনুপ্রেরণা জোগাবে।’
সাকিব আল হাসান দেশে না থাকায় টেস্ট সিরিজ জয়ের সব নায়ক আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপস্থিত ছিলেন। সিরিজের ট্রফি হাতে প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে ফটোসেশনও করেছেন তারা।যমুনায় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবির সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন চৌধুরি।