232 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি>কৃষিকে সমৃদ্ধ করার নির্মিত্বে নীলফামারীর কিশোরগঞ্জে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ইউএনও নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী(পাইলট),বিশেষ অতিথির বক্তব্য রাখেন,এমপি প্রতিনিধি রেজাউল আলম (স্বপন),স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার তুষার কান্তি রায়।
পরে কৃষি অফিস চত্বরে সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয়।কৃষি অফিস জানায়, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২৩ অর্থবছরে রবি /২০২২-২৩ মৌসুমে গম,ভুট্টা,সরিষা,সয়াবিন,শীতকালিনপেঁয়াজ,মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক প্রণোদনা কর্মসূচির আওতায় ৯টি ইউনিয়নে২হাজার৭শ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
বিতরণকৃত সার ও বীজের মধ্যে রয়েছে১৪শ জন সরিষা চাষীকে ১কেজি করে সরিষা বীজ,১০কেজি ডিএপি সার,১০কেজি এমওপি সার।৬শ জন ভুট্টা চাষীকে ২কেজি হাইব্রীড ভুট্টা বীজ,২০কেজি ডিএপি সার,১০কেজি এমওপি সার।৭শ জন গম চাষীকে২০কেজি গম বীজ,১০ কেজি ডিএপি সার,১০কেজি এমওপি সার।বৃহস্পতিবার ছিল বিতরণের প্রথম দিন।যা প্রত্যেক ইউনিয়নে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।