234 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জে নির্বাচিত হতদরিদ্র পরিবারের নারী সদস্যদের জীবনমান উন্নয়নে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ১২জন বেকার নারীকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপজেলার নিউ সানমুন টেইলারিং প্রশিক্ষণ কেন্দ্রে গত ২১মে থেকে ২৪ জুন পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন,নিউ সানমুন টেইলারের স্বত্বাধিকারী(মাস্টার)রাশেদ মিয়া।এসময় বাহাগিলী ইউপির উঃ দুরাকুটি গ্রামের ও সদর ইউপি কামার পাড়ার সুবিধাভোগী আরজিনা ও শিল্পী বেগম জানান,এতদিন তাদেরকে অভাবি সংসারে বেকার সময় কাটাতে হয়েছে।
এখন ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১০প্রকারের কাপড় কাটিং ও সেলাই প্রশিক্ষণ নিয়ে বেকার সময় কাটানোর অবসান হলো।যা এর মধ্যে দিয়ে ছেলে-মেয়েদের লেখা-পড়ার খরচ চালিয়ে যাওয়াসহ বাড়তি আয়ের পথ সুগম হয়েছে।তারা আরো জানান,প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন দেওয়া হবে।